নাগরিক ইশতেহার ২০২৬: জাতীয় নির্বাচন ও রূপান্তরের প্রত্যাশা (খসড়া)
নাগরিক ইশতেহার একটি ক্রমপরিবর্তনশীল জীবন্ত দলিল। রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক বাস্তবতার পরিবর্তনের আলোকে এটি নিয়মিতভাবে পর্যালোচনা, পরিমার্জন ও হালনাগাদ করা হবে, যাতে নাগরিকদের প্রত্যাশা ও রাষ্ট্রচিন্তার ধারাবাহিক প্রতিফলন বজায় থাকে।









