রেমিট্যান্স প্রবাহ বাংলাদেশের পরিবারিক পর্যায়ে এবং সামষ্টিক অর্থনৈতিক ব্যবস্থাপনা উভয় ক্ষেত্রেই উল্লেখযোগ্য অবদান রেখে চলেছে করোনা অতিমারির সময়ে সাধারণ প্রত্যাশার বিপরীতে ২০২০ সালে রেমিট্যান্স প্রবাহে প্রায় ১৮ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। এই উচ্চ প্রবৃদ্ধির পেছনের কারণসমূহ কী হতে পারে তা নিয়ে নানা ধরণের আলোচনা হয়েছে এ বিষয়সহ প্রবাসী কর্মীদের স্বার্থ সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে আলোচনা করার জন্য ১৭ জানুয়ারি২০২১ এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম, বাংলাদেশ একটি ভার্চুয়াল সংলাপের আয়োজন করে। এই সংলাপে সমাজের বিভিন্ন ক্ষেত্র থেকে এই বিষয়ের সাথে সম্পৃক্ত বিভিন্ন সংস্থার প্রতিনিধি ও ব্যক্তিবর্গ– যেমন, জনপ্রতিনিধিসরকারি কর্মকর্তাঅভিবাসন বিষয়ক গবেষণা প্রতিষ্ঠানপ্রবাসী আয় বিষয়ে বিশেষজ্ঞবিদেশে অবস্থারত ও দেশে ফিরে আসা অভিবাসীবৃন্দ অংশগ্রহণ করেন। আলোচকবৃন্দ তাদের মতামত ও অভিজ্ঞতা তুলে ধরেন এবং সংশ্লিষ্ট বিষয়ে বেশ কিছু পরামর্শ প্রদান করেন।

প্রকাশকাল: এপ্রিল ২০২১

ডাউনলোড ব্রিফিং নোট