বর্তমান কোভিড-১৯ অতিমারি নিঃসন্দেহে বাংলাদেশের সকল নাগরিকের ওপর বিরূপ প্রভাব ফেলেছে। কিন্তু প্রান্তিক এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ওপর এ অতিমারির অভিঘাত তুলনামূলকভাবে অনেক বেশি। ঝুঁকিতে থাকা এসব মানুষের জন্য এই মুহুর্তে প্রয়োজন সুনির্দিষ্ট নীতিমালা এবং তা বাস্তবায়নের জন্য সঠিক দিক নির্দেশনা। এই প্রেক্ষাপটে নাগরিক প্ল্যাটফর্ম আগামী অর্থবছরের বাজেট সামনে রেখে গত ৯ মে ২০২১, রবিবার ‘‘জাতীয় বাজেট ২০২১-২২: পিছিয়ে পড়া মানুষের জন্য কী থাকছে’’- শীর্ষক মিডিয়া ব্রিফিংয়ের আয়োজন করে। করোনা পরিস্থিতিতে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য আগামী বাজেটে কী কী ধরনের নীতি সিদ্ধান্ত ও আর্থিক ব্যবস্থাপনার প্রয়োজন সেসব বিষয় তুলে ধরতে এই ব্রিফিংটি করা হয়। ভার্চুয়াল এই ব্রিফিংয়ে নাগরিক প্ল্যাটফর্মের কোর গ্রুপ সদস্য এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা সংযুক্ত ছিলেন। কোর গ্রুপ সদস্য, বিশিষ্ট মানবাধিকার কর্মী অ্যাডভোকেট সুলতানা কামাল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। আলোচকরা জানান, নাগরিক প্ল্যাটফর্ম সামগ্রিক জাতীয় উন্নয়নের ভিতরে পিছিয়ে পড়া মানুষ এবং যাদেরকে এখন পেছনে ঠেলে দেওয়া হচ্ছে তাদের স্বার্থ-সংশ্লিষ্ট ইস্যু, চাহিদা, তাদের জন্য করণীয়, এসব বিষয়ে কাজ করার চেষ্টা করছে। এ মানুষদের সমর্থন দেওয়ার যৌক্তিকতা, এবং আগামী বাজেটে কোন্ ধরণের সহায়তা দেওয়া যেতে পারে এবং কীভাবে তা দেওয়া উচিৎ সে বিষয়ে বক্তারা মতামত প্রদান করেন। বিশেষ করে সরকার সাম্প্রতিক সময়ে কোভিডের কারণে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য যেসব পদক্ষেপ নিয়েছে সেগুলোর কার্যকারীতাও আলোচনায় উঠে আসে।
প্রকাশকাল: মে ২০২১