জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ধারাবাহিকভাবে একটি নির্দিষ্ট অংকের কর দেওয়ার মাধ্যমে অপ্রদর্শিত অর্থ বা কালো টাকা সাদা করার সুযোগ দিয়ে আসছে। ‘অর্থ আইন, ২০২০’ এর মাধ্যমে এ সুযোগ আরো সম্প্রসারিত হয়েছে। এ ছাড়া কতিপয় শর্তসাপেক্ষে পূজিবাজারে বিনিয়োগ করে ১০ শতাংশ কর দিয়ে কালো টাকা সাদা করার সুযোগও একই সাথে দেওয়া হয়। ২০২০-২১ অর্থবছরের প্রথম ৬ মাসে তুলনামূলক অনেক বেশি অংকের কালো টাকা সাদা করা হয়েছে এবং কর আদায়ও হয়েছে আগের যে কোনো সময়ের চেয়ে বেশি। আবার অর্থনীতিতে এইধরণের সুযোগের কার্যকারিতা ও প্রকৃত অভিঘাত নিয়েও অনেকে প্রশ্ন তুলেছেন। এই প্রেক্ষাপটে এই পদক্ষেপের বিভিন্ন দিক আলোচনার জন্য এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম, বাংলাদেশ-র আয়োজনে গত ২ ফেব্রুয়ারি, ২০২১ তারিখে ‘কালো টাকা সাদা হচ্ছে: অর্থনীতির লাভ, না ক্ষতি’- শীর্ষক একটি ভার্চুয়াল সংলাপ অনুষ্ঠিত হয়।

প্রকাশকাল: মে ২০২১