বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজাকে কেন্দ্র করে যেসব সহিংসতার ঘটনা ঘটেছে তার প্রতিক্রিয়ায় দেশের নাগরিক সমাজ তীব্র ক্ষোভ প্রকাশ করেছে। নাগরিক সমাজ মনে করে সাম্প্রদায়িক সহিংসতা রোধে রাষ্ট্রের আরো কার্যকরি ভূমিকা রাখা উচিৎ ছিল। এই প্রেক্ষিতে গত ২১ অক্টোবর ২০২১ তারিখে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম, বাংলাদেশ ও তার সহযোগী প্রতিষ্ঠানসমূহ ‘সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে নাগরিক প্রতিবাদ’ শীর্ষক একটি সভার আহ্বান করে। এই সভা থেকে হিন্দু ধর্মাবলম্বী নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করা এবং স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে দেশের আইন অনুযায়ী তাদের শাস্তি বিধান করার দাবী জানানো হয়। এই সভায় নাগরিক প্ল্যাটফর্মের নেতৃবৃন্দ, নাগরিক সমাজের গণমাধ্যম ব্যক্তিবর্গ, এবং আক্রান্ত সম্প্রদায়ের প্রতিনিধিরা সরাসরি উপস্থিত থেকে তাঁদের বক্তব্য তুলে ধরেন।

প্রকাশকাল: জানুয়ারি ২০২২

ডাউনলোড