শ্রমবাজারের যোগান ও চাহিদার নির্ধারকগুলো প্রতিনিয়ত একটি পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। বর্তমান প্রেক্ষাপটে দেখা যাচ্ছে, বাংলাদেশের যুবরা শিক্ষা অর্জন করলেও চাকরি খুঁজে পাচ্ছে না। অন্যদিকে, চাকরিদাতাদের ভাষ্যমতে—তারা দক্ষ জনশক্তি খুঁজে পাচ্ছে না। অর্থাৎ এই দুই পক্ষের মধ্যে সামঞ্জস্যের অভাব ক্রমান্বয়ে প্রকট হয়ে উঠছে। করোনার সময়ে এ সমস্যা আরো গভীর আকার ধারণ করেছিল। করোনা অতিমারির প্রকোপে বিশ্বব্যাপী বহু মানুষই চাকরি হারিয়েছেন। বাংলাদেশও এর ব্যতিক্রম ছিল না। আশার কথা হলো অতিমারি উত্তরকালে শ্রমবাজারে ধীরে ধীরে স্থিতিশীলতা ফিরে আসছে। শ্রমবাজারের বিকাশমান চাহিদা ও প্রয়োজন মাফিক দক্ষতার পার্থক্য নিরসনই এখনকার সবচেয়ে বড় চ্যালেঞ্জ। মূলত এই প্রেক্ষাপটকে কেন্দ্র করেই ২০ ফেব্রুয়ারি, ২০২২ তারিখে নাগরিক প্ল্যাটফর্ম “বাংলাদেশের শিক্ষিত যুবরা কাজ পাচ্ছে না কেন? বাজার কি বলে?” শীর্ষক একটি ভার্চুয়াল টেড টক-এর আয়োজন করে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দেবপ্রিয় ভট্টাচার্য, আহ্বায়ক, এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম, বাংলাদেশ এবং সম্মাননীয় ফেলো, সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি)। বক্তা হিসেবে সংলাপে উপস্থিত ছিলেন অমৃতা ইসলাম, উপ-ব্যবস্থাপনা পরিচালক, পিকার্ড বিডি লিমিটেড এবং জনাব শামস মাহমুদ, সাবেক সভাপতি, ঢাকা চেম্বার অফ কর্মাস এন্ড ইন্ডাস্ট্রি, ও ব্যবস্থাপনা পরিচালক, সাশা ডেনিমস।

প্রকাশকাল: সেপ্টেম্বর ২০২২

Download